সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

৩০টি সেরা আকাঁ ছবি বিক্রির সাইট



কিছু দিন আগেও পৃথিবীতে প্রচুর পরিমাণে চিত্রশিল্পী ছিলো যারা নতুন নতুন ভাল সব ছবি আমাদের সকলকে উপহার দিতো। বতমার্নে কিছু শখের চিত্র শিল্পী আছে এই দেশে । বতমার্নে চিত্র আকাঁর চেয়ে তোলাটা বেশি জনপ্রীয়। যেটা ক্যামেরা দিয়ে করা হয়, বতমার্নে ক্যামেরার দাম খুবেই কম হওয়াতে খুব সহজেই সবাই ক্যামেরা ব্যবহার করতে পারছে। কিছু সৌখিন লোক আছে যারা এখন শুধুই নিজের ইচ্ছায় ছবি আকেঁন এবং অন্যকে উৎসাহ দেন। আজকে তাই আমি দেখাবো এই সৌখিন ছবি গুলো কোন মাকের্টপ্লেজে বিক্রি করবেন। ৩০টি সেরা সাইটের কথা আজ বলবো যেখানে আপনার আকাঁ সেরা সৌখিন ছবি বিক্রির জন্য দিবেন, যেহেতু ৩০টা সাইট তাই পোষ্টটি একটু বড় হবে। আশা করি সাবাই পড়বেন।

এটি চিত্র শিল্পীদের সবচেয়ে বড় এবং শক্তিশালী যায়গা। এখানে অনলাইন মাকের্টপ্লেস তৈরি, ক্রয় ও বিক্রয় করতে পারবেন। তাছাড়া সেখানে আরো আছে canvas prints, acrylic prints, framed prints, fine art prints এবং আরো অনেক কিছু। এটি একটি বিশ্ব বিখ্যাত আর্ট এবং ফটোগ্রাফি আর চিত্রশিল্পীদের জায়গা।


এটি একটি অনলাইন কমিউনিটি এবং আর্ট গ্যালারি। এখানে আপনি পাবেন : t-shirts, wall art, photographs and designs, posters for kids, cards এবং আরো অনেক কিছু।


এটি একটি অনলাইন মাকের্ট সেখানে আপনি বিভিন্ন আর্ট কিনা বেচা করতে পারবেন। এখানে আপনি digital art, manuals, certificates, eBooks এবং আরো অনেক কিছু পাবেন। শুধু আপনাকে লগইন করতে হবে এবং তারপর দেখুন।


এটি একটি ডিজাইন কার্ড এর জন্য সঠিক জায়গা , এখানে আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন সহজেই। আপনি এখান থেকে কিনে ব্যবহার করতে পারেন বা আপনি নিজে বিক্রির জন্য দিতে পারেন। যা যা আছে এতে : Sell/ shop/ explore/design hundreds of fresh, wedding invitations, holiday cards, and Christmas Photo Cards সহ আরো অনেক কিছু।


ছবি ক্রয়-বিক্রয় এর জন্য আরেকটি ভাল সাইট। এইটা বলতে গেলে একটি ভাল গ্যালারি। এখানে আপনি প্রচুর চিত্রশিল্পী পাবেন তাছাড়া galleries and photographers featuring sculptures, drawings, paintings, photography, ceramic art, digital art আরে অনেক কিছু পাবেন।


এখানে আপনি বিভিন্ন ছবি বিক্রি, টেমপ্লেট ডিজাইন, পোষ্টার, পেইন্টিং করতে পারেন।


এখানে আপনি স্বাধীন চিত্র শিল্পীদের ছবি খুজে পাবেন। এটি একটি ভাল কমিউনিটি শিল্পী এবং দশনাথীর্দের জন্য। এখানে আপনি প্রায় ৩০০০০০ ‍ইউনিক আর্ট পাবেন। আপনি বিক্রি করতে পারবেন আপনার ছবি গুলো photography prints, limited edition arts, abstract paintings, scenic paintings সহ আরো অনেক কিছু আছে এই সাইটে।


এটি একটি বড় কমিউনিটি বলা যেতে পারে চিত্র শিল্পীদের এবং ছবি প্রেমীদের। এইখানে আপনি বিভিন্ন ভাষা ব্রাউজ করতে পারবেন। এটি সবচেয়ে জনপ্রীয় শিল্প যা সবার নাগালের মধ্যে রয়েছে। আপনি এখানে বিক্রি এবং ছবি কিনতে পারবেন, তাছাড়া original artwork, এবং famous paintings ও এখানে পাবেন।


আপনি যদি নতুন আইডিয়া তৈরি করতে পারেন তবে এইসাইটে এর প্রচার করা সবচেয়ে ভাল মাধ্যম হবে।


আপনি যদি নিজের হাতে করা শখের একটা ছবি বিক্রি করতে চান তবে এটি একটি খুবেই চমৎকার যায়গা। আপনি এইখানে আপনার হাতে তৈরি বিভিন্ন art, crafts, jewelry ইত্যাদি ক্রয় ও বিক্রয করতে পারবেন।


আপনার আকাঁ গুলো যদি দেখাতে চান তবে এইটা হতে পারে সেই জায়গা । এখানে আপনি যা পাবেন আর্ট গ্যালারি প্লাটফর্ম, art collectors, art representative এবং interior designers ।


আপনি কি ওয়ের পেন্টিং, abstract artwork, landscape paintings, contemporary modern paintings গুলো বিক্রি করতে চান ? শুধু ভিজিট করুন এবং রেজিস্টেশন করে লগইন করুন।


আপনার সঠিক ব্যান্ডটি এখানে যাচাই করতে পারবেন। এখানে আপনার হাই কোয়ালিটিও ছবি গুলো বিভিন্ন ব্যান্ড এর কাছে বিক্রি করতে পারবেন।


আপনার সাধারণ ছবি গুলো পোষ্ট করতে পারেন, পোষ্টার সেল করতে পারেন, প্রিন্ট ও খুজুন বিভিন্ন আর্ট। আর ওয়াল ক্যানভাসে আপনার হাজার মুক্ত চিত্রশিল্পীর সাথে আপনার ছবিটাও যুক্ত করুন।


আপনার সব ধরণের ছবিই এইখানে বিক্রি করতে পারবেন। গেম থেকে টি-শার্ট , পোষ্টর থেকে পিন্টিং সব ধরণের কাস্টমার এইখানে আছে।


এখানে আপনি আপনার ভাল ছবি বিক্রির জন্য দেখাতে পারেন। এখানে আপনি আপনার দারুন প্রফাইল তৈরি করতে পারবেন এবং আপনার পোর্টফোলিও রাখতে পারবেন। এটাকে আর্ট গেলারিও বলা যেতে পারে।


এটি একটি সহজবোধ্য ছবির স্টক বলা যেতে পারে। রেজিস্টেশন করুন এবং আপনার ছবি দিন বিক্রি করার জন্য।


এখানে সব উন্নত এবং আধুনিক চিত্র শিল্পী আছে। যারা এশিয়া, ইউরোপ , আমেরিকা থেকে বিভিন্ন ছবি পোষ্ট করে থাকে। এটি একটি online art gallery, comprising of cubist, realist, figurative এবং abstract art আছে সেখানে ।


আপনি আপনার ছবি এইখানে শোক্যাস এর মতো সাজিয়ে রাখতে পারবেন। এটি আপনার ছবিকে একটি সঠিক জায়গায় রাখার মযার্দা দেয়, আর আপনি সহজেই এই ছবি শেয়ার করতে পারেন।


এখানে আপনি ভাল ভাল ছবি শোয়ার করতে পারবেন। এটি একটি কৃষি কাজ এর মতো এবং এটি একটি ভাল আর্ট গ্যালারিও।


এখানে আপনি ছবি শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীতে সংযোগ করতে পারবেন। সহজ ভবে রেজিস্টেশন করুন এবং তারপর সাইনইন করুন এবং বিক্রি করুন আপনার আকা‍‍ ছবি, আপনি এখানে আরে ছবির বিভিন্ন বিষয় নিজে জানতে ও শিখতে পারবেন।


এখানে চিত্রশিল্পী এবং ছবি প্রেমী সবারেই আগমন হয়। এখানে ভাল মানে একটি ছবি গ্যালারি আছে এবং এই সাইটে হাতে বানানো ছবি শেয়ার করতে পারবেন সহজেই। এইখান দেখতে আপনার কম্পিউটারে অবশ্য্‌ই flash player 7 থাকতে হবে।


এই সাইট সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই জানেন বা কাজ ও করেন। এইটাতে প্রচুর গ্রাফিক্স এর কাজ পাওয়া যায় এবং করা যায়। লোগো ডিজাইন, গ্রাফিক্স ইত্যাদি কাজ এ ভাল ইনকাম করা যায়।


এটি একটি ভাল অনলাইন গ্যালারি এখানে আপনি ভাল মানের ছবি দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন। আপনি এখানে আরো ছবি বিক্রি করতে পারেন। আপনার ছবি যদি ভাল হয় তবে তাদের কমিপিটিশন এ আপনি তাদের Artmajeur Awards জিততে পারেন।


এটি একটি ভাল সাইট যেখানে আপনি বিভিন্ন ছবি কেনা-বেচা করতে পারেন সহজেই। এখানে যেসব সাপোর্ট করে sculptures, paintings, prints, drawing ইত্যাদি।


এটি একটি নতুন মাকের্ট প্লেস এখানে সব ধরণের ছবিই আপনি দিতে পারেন। এর মধ্যে sculptors, woodworkers, painters ইত্যাদি উল্লেখযোগ্য। এবং সাইট ব্যবহার করাও অনেক সহজ।


এটি কলেজ এর ছাত্র দের জন্য যারা ছবি তৈরি করে এবং অনলাইনে বিক্রি করতে চায়। এখানে আপনি art, comprising of paintings, photos and sculptures এর উপরে ছবি দেওয়া হয় এবং স্বাধীন এবং ছাত্রদের জন্য এই সাইট খুবেই উপযোগী।


এখানে আপনি আপনার ছবি বিক্রির জন্য দিতে পারেন এবং ছবিও দেখতে পারেন।


এটি একটি কমিউনিটি এখানে ফ্রি ব্লগে ফটোগ্রাফার এবং চিত্রশিল্পীদের দেখা যায়।


এটি পৃথিবীর সর্ববৃহত্ত চিত্রশিল্পী ও ফটোগ্রাফারদের কমিউনিটি। এইখানের ছবি সারা পৃথিবী থেকে ছবি আপলোড করা হয় এবং বিক্রির জন্য রাখা হয়। এখানে সব বিখ্যাত ফটোগ্রাফার এবং চিত্রশিল্পীরা ছবি আপলোড করে থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্লাস পেইন্ট কি অনান্য পেইন্ট করার মতই? নাকি এর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হয়? বাসায় যদি নিজেই গ্লাস পেইন্ট করতে চাই তাহলে কিভাবে করব আর কি কি লাগবে?

গ্লাস পেইন্ট তৈরি করতে প্রয়োজন হয় কাঁচ ও কাঁচে ব্যবহারের উপযোগী রং।গ্লাস পেইন্ট করার জন্য কাচ কিনতে পাওয়া যাবে নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, হাতিরপুল, সায়েন্সল্যাবের মোড়ে। এছাড়াও ছবি বাঁধাই করে এমন দোকানেও কাচ কিনতে পাওয়া যায়। কাচ বিক্রি হয় ফুট হিসেবে। প্রতি ফুটের দাম ৮০-১২০ টাকা। গ্লাস পেইন্ট করার রং কিনতে পাওয়া যায় স্টেশনারি দোকানগুলোতে। ব্লক-বাটিকের রং বিক্রি করে এমন দোকানেও এই রং কিনতে পাওয়া যায়। দাম নেবে ১৮০-১৫০০ টাকা। বিভিন্ন রঙের আউট লাইনারের দাম ৯০-১৫০ টাকা। পদ্ধতি : যে নকশাটি গ্লাস পেইন্টে করবেন সেটা একটা সাদা কাগজে এঁকে নিন। এরপর কাগজটির উপর কাচ রেখে আউট লাইনার দিয়ে নকশাটি কাচে এঁকে ফেলুন। লাইনার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর নকশায় রং করুন। একটি রং শুকিয়ে যাওয়ার পর আরেকটি রং ব্যবহার করুন। নয়তো দুটি রং মিশে জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে। রং করা হয়ে গেলে ভালোভাবে শুকান। পেইন্ট করা কাঁচটি বাঁধাই করে ঘরের দেয়াল সাজাতে পারেন। ব্যবহার করতে পারেন জানালার শার্সি হিশাবে। এছাড়াও গ্লাস পেইন্ট করা সম্ভব কাঁচের নানা রকম বাসনকোসনেও। খাবার প্লেট থেকে শ...

রঙের ছোঁয়ায় নতুন রূপে...

স্প্রে করার সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে নেওয়া ভালো। মডেল: সামিয়া, ছবি: খালেদ সরকার নিত্যদিনের প্রয়োজনে কত কিছুই না ব্যবহার করতে হয়। নিত্য ব্যবহারের ছোটখাটো এমন অনেক জিনিসই থাকে, যেগুলো একটা নির্দিষ্ট সময় পর ফেলনা তালিকায় পড়ে যায়। অথবা দীর্ঘদিন ব্যবহারে মলিন হয়ে পড়ে। চাইলে প্রায় নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোই ব্যবহার করতে পারবেন। ফেলনা জিনিসগুলো থেকেই কিন্তু ঘর সজ্জার অনেক আকর্ষণীয় বস্তু তৈরি করা যেতে পারে। দরকার একটু রং লাগানো।  ফেলনা জিনিসের নানা ব্যবহার ঘরের ব্যবহার করা জিনিসটি পুরোনো হয়ে গেলেই যে ফেলে দিতে হবে, তা কিন্তু নয়। অনেক জিনিস ফেলতেও মায়া লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, ‘ফেলনা মানেই কিন্তু সব সময়ে বাতিল নয়। আর এ ক্ষেত্রে গুটি কয়েক অব্যবহার্য জিনিস আপনি বাছাই করতে পারেন ঘর, সিঁড়িঘর কিংবা ছাদের সৌন্দর্যের জন্য।’ আব্দুস সাত্তার জানিয়েছেন কোন জিনিসগুলো বাছাই করতে পারেন। মাটির পুরোনো পাত্র শখ করে মাটির সরাটি কিনেছিলেন, কিন্তু কোণের দিকে একটু ভেঙে গেল। কিংবা পুরোনো ফুলের ছোট টব, ছো...

কাচের রঙিন নকশা

            নকশা করা অন্দরের ভেতরের দরজা দেখে হয়তো চোখ জুড়িয়ে যাবে। কি সুন্দর আকা-বাকা লতা-পাতা, ফুল, প্রজাপতির নকশা কিংবা হয়তো তুলির আচড়ে সুন্দর করে গড়ে তোলা কোনো অবয়ব। চোখ তো জুড়াবে বটেই, সঙ্গে অন্দরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ বেশি। শুধু দরজা-জানালা কিংবা টেবিলের ওপরের কাচটিই নয়, তুলিতে রাঙিয়ে নিজের মতো নকশা করতে পারেন কাচের কিংবা মসৃণ যে কোনো কিছুর ওপর। টেবিল ল্যাম্প, আয়না, জল খাবার গ্লাস, যা-ই হোক না কেন নিজের মনের মতো করে সাজিয়ে ফেলতে পারেন নান্দনিক সব নকশায়। কিংবা পছন্দের কোনো চরিত্রকে রূপ দিতে পারেন কাচের ওপর রঙ-তুলির সাহায্যে। সেটি দেখতে যেমন হবে ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন, পয়সাও বাচবে অনেকখানি           প্রয়োজনীয় উপকরণ: স্বচ্ছ স্কচটেপ; বাজারে গ্লাস পেইন্টিং কালার পাওয়া যায়, সেগুলো থেকে পছন্দসই রঙ বেছে নিন; কালো রঙের মার্কার পেন্সিল, যা দিয়ে আউটলাইন তৈরি করা সম্ভব; প্লেক্সি গ্লাস; নকশা তৈরির জন্য পছন্দসই ছাচ; টুথপিক বা চিকন কোনো কাঠি।           কার্যপদ্ধতি: প্রথমে আপনার পছন্দ করা ন...